দ্রুততম গোলের রেকর্ডে এবার রোনালদোকে ছাড়িয়ে গেলেন মেসি।

৩৮ বছর বয়সেও রেকর্ডের পেছনে ছুটছেন লিওনেল মেসি। ক্যারিয়ারের শেষভাগে এসেও গোল আর অ্যাসিস্টে দাপট দেখাচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার। রোববার ভোরে মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মিয়ামির হয়ে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির বিপক্ষে করেন এক গোল, দেন এক অ্যাসিস্ট। সেই গোলের সুবাদেই ক্যারিয়ারে ৮৭৫ গোলের অসাধারণ মাইলফলক ছুঁলেন তিনি।

বিশেষত্ব হলো, সবচেয়ে কম বয়সে এবং কম ম্যাচ খেলে এই রেকর্ডে পৌঁছানো খেলোয়াড় এখন মেসি। ৩৮ বছর ৫৪ দিন বয়সে মাত্র ১১১৬ ম্যাচ খেলে অর্জন করেছেন এ কীর্তি। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো একই মাইলফলকে পৌঁছেছিলেন ২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারি, তবে তখন তার বয়স ছিল ৩৯ বছর ১২ দিন এবং ম্যাচসংখ্যা দাঁড়িয়েছিল ১২০৬।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *