বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ৬ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ভিসার মধ্যে প্রায় ৪ হাজার ভিসা বাতিল হয়েছে আইন লঙ্ঘনের কারণে, এবং আরও ২০০–৩০০ ভিসা বাতিল হয়েছে আইএনএ ৩বি-এর আওতায়, অর্থাৎ সন্ত্রাসবাদী কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে।
ট্রাম্প প্রশাসন চলতি বছরের শুরুতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার স্থগিত করেছিল। জুনে পুনরায় শুরু করার সময়, আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ‘পাবলিক’ রাখার নির্দেশ দেওয়া হয়। এর উদ্দেশ্য ছিল যাচাই করা যে আবেদনকারীর পোস্টে যুক্তরাষ্ট্রের নাগরিক, সরকার, সংস্কৃতি বা মৌলিক নীতির প্রতি বিদ্বেষের কোনো ইঙ্গিত আছে কি না।
স্টেট ডিপার্টমেন্ট কর্মকর্তাদের আরও নির্দেশ দেওয়া হয়েছিল, যারা বিদেশি সন্ত্রাসী বা জাতীয় নিরাপত্তার হুমকি সমর্থন, সহায়তা বা প্রচার করে, অথবা যারা অবৈধভাবে ইহুদি-বিরোধী হেনস্থা বা সহিংসতা চালায়, তাদের শনাক্ত করতে।
মে মাসে মার্কিন কংগ্রেসে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, জানুয়ারি থেকে কয়েক হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে এবং যারা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ব্যাঘাত ঘটাচ্ছেন তাদের ভিসা ভবিষ্যতেও বাতিল করা হবে।
ডেমোক্র্যাটরা এই পদক্ষেপকে ন্যায্য প্রক্রিয়ার বিপরীতে আক্রমণ হিসেবে সমালোচনা করেছে।
ওপেন ডোরস সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৩–২৪ শিক্ষাবর্ষে ২১০টিরও বেশি দেশ থেকে ১১ লাখের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তি ছিলেন।
hi
are you here?